ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সারজিসের উদ্দেশে তাসনিম জারার খোলা চিঠি

প্রকাশিত: ১৯:৩৪, ২৫ মার্চ ২০২৫

সারজিসের উদ্দেশে তাসনিম জারার খোলা চিঠি

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে উত্তরবঙ্গ সফর ঘিরে সমালোচনার মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার উদ্দেশে খোলা চিঠি লিখেছেন এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা।

চিঠিতে তাসনিম জারা জানান, তিনি দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে নীতিগত স্বচ্ছতার প্রশ্ন থেকেই এই বার্তা দিচ্ছেন। সম্প্রতি সারজিস আলম তার নিজ এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে প্রবেশ করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি স্মরণ করিয়ে দেন, কিছুদিন আগেই সারজিস বলেছিলেন, "আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।" তার এই সরল জীবনযাপন ও দলীয় সংগ্রামের প্রতি কমিটমেন্ট কর্মীদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু এই পরিস্থিতির পরও এত বড় আয়োজন কীভাবে সম্ভব হলো, তার ব্যাখ্যা চেয়েছেন তাসনিম জারা।

তিনি বলেন, এনসিপি স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। এই অবস্থান বজায় রাখতে হলে জনগণের সামনে এ বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া জরুরি।

সারজিস আলমকে উদ্দেশ করে তাসনিম জারা আরও লেখেন, "আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি পরিষ্কার ব্যাখ্যা উপস্থাপন করবে। এতে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।"

তাসনিম জারার এই খোলা চিঠি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, সারজিস আলম কীভাবে এই চিঠির জবাব দেন।

এম.কে.

×