ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী না, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৮:২৩, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫২, ২৫ মার্চ ২০২৫

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী না, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

'আমাদেরকে বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করতো না। তারা বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং, আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) ভবনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এটাই এদের চরিত্র। জনগণ যখন ক্ষেপে উঠে, তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে।'

বিএনপি আন্দোলনের ভিত্তি তৈরি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'হঠাৎ করেই একটা বিপ্লব হয়নি, বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের মধ্যে তা উঠে এসেছে। বিএনপি খারাপ কাজ করে, এমন কথা যেন না শুনতে হয়। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=2OcZWzUKf2k

রাকিব

×