ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বাংলাদেশের নতুন সংবিধান প্রয়োজন: সামান্তা শারমিন

প্রকাশিত: ১১:৫৬, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫৭, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশের নতুন সংবিধান প্রয়োজন: সামান্তা শারমিন

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবাতায় একটি নতুন সংবিধান প্রয়োজন। আমাদের চলমান সংবিধান একটি অভিশপ্ত, প্রশ্নবিদ্ধ সংবিধান।

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জে নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই সংবিধান অর্জনের জন্য আমাদের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই তারা সংবিধান দিতে পারে না।

সামান্তা শারমিন আরো বলেন, এই পার্লামেন্ট ছিল ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট। এখন যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে বড়বড়‌ কথা বলছেন, তারাই একসময় এক ব্যক্তিকেন্দ্রিক মন্ত্রণালয় চালিয়ে এসেছেন।

তিনি বলেন, আমাদের সেবাভিত্তিক রাজনীতির কথা বলতে হবে। তরুণদের রাজনীতির ধারায় আগ্রহী করতে শোডাউনের রাজনীতির পরিবর্তে দায়িত্বের কথা বলতে হবে। রাজনৈতিক পরিবর্তনের দায়িত্ব শুধু এনপিপির নয়, সব রাজনৈতিক দলকে এই দায়িত্ব নিতে হবে।

গণপরিষদ নির্বাচন কোনো কঠিন বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন ব্যতীত আর কোনো নির্বাচন এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করবে না।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পাটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: https://www.facebook.com/share/v/18BBwyEGcG/

মায়মুনা

×