
ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, "আওয়ামী জাহেলিয়াতের সময় আইয়ামে জাহিলিয়াতের মতোই বিশৃঙ্খল পরিবেশ ছিল- খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন বিদ্যমান। ঠিক একইভাবে এই আওয়ামী লীগের আমলেও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো বিরাজ করছে।"
তিনি আরও বলেন, "আপনারা জানেন, আমি গতকাল বলেছিলাম—১০টি ফেরাউনকে একত্র করলেও হাসিনার মতো এত বড়, এত দুর্ধর্ষ, এত জুলুমকারী সৃষ্টি হবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনার রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, আপনি যদি ফ্যাসিবাদ-বিরোধী রাজনৈতিক দল বা শক্তির অংশ হন, তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার ও আমার সহাবস্থান থাকবে।
কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, যারা 'ভালো আওয়ামী লীগ' ও 'খারাপ আওয়ামী লীগ'-এর বয়ান চালু করতে চাচ্ছে, আমরা তাদের শত্রু জ্ঞান করব। যারা আওয়ামী লীগকে বন্ধু ভাববে, ৫ই আগস্ট-পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবল তারাই।"
তিনি স্পষ্ট করে বলেন, "গত তিনদিন ধরে বাংলাদেশে যা ঘটছে, তা 'টক অফ দ্য টাউন'। তবে আমরা বলতে চাই, কোনো প্রতিষ্ঠানের প্রতি আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার রক্ষক। আমরা দেখেছি, ৫ই আগস্ট তারা আওয়ামী-বিরোধী অবস্থান নিয়েছে। একইসাথে, আমরা এও বলতে চাই—সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না।"
আঁখি