ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় লজ্জিত হওয়া উচিত বিএনপির: সারজিস

প্রকাশিত: ১০:৩৪, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১০:৩৬, ২৫ মার্চ ২০২৫

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় লজ্জিত হওয়া উচিত বিএনপির: সারজিস

ছবি:সংগৃহীত

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হান্নান মাসুদের উপর হামলার ঘটনায় বিএনপিকে লজ্জিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

তিনি ফেসবুক পোস্টে মন্তব্য করেন, হান্নানের মতো আপসহীন তরুণদের হাত ধরেই ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি মিলেছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য দলগুলোর সবসময় থাকা উচিত।

 

 

সারজিস আরও বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে কি কি অন্যায় ও অপকর্ম হয়েছে এবং শেষমেশ তাদের পরিণতি কি হয়েছে, তার সারমর্ম বিএনপি নেতাকর্মীদের কাছে থাকা উচিত। এতে তারা সহজেই বুঝতে পারবেন তাদের বর্তমান আমলনামা কোথায় যাচ্ছে এবং তার পরিণতি কি হতে পারে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবিও করেছেন।

তথ্যসূত্র : https://youtu.be/asRQwtkjjYU?si=JwpW6_itz2Q29fDF

আঁখি

আরো পড়ুন  

×