ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

‘দেশটা কারও বাপের না’ বললে আমার গায়ে লাগে, সাবধানে বলবেন: মির্জা আব্বাস

প্রকাশিত: ০৭:২৬, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ০৭:২৬, ২৫ মার্চ ২০২৫

‘দেশটা কারও বাপের না’ বললে আমার গায়ে লাগে, সাবধানে বলবেন: মির্জা আব্বাস

ছবি:সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন, "কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, তখন আমার গায়েও লাগে। এই দেশটা আমাদের সবার, এবং কেউ যদি মনে করে এই দেশটা কারো একান্ত সম্পত্তি, তা হলে তারা ভুল করছে।" তিনি আরও বলেন, "এই দেশটা আমার, আমার পূর্বপুরুষদের, এবং আগামী প্রজন্মেরও। যদি এই দেশটা আমাদের না হতো, তবে তা আমাদের বাপ-দাদার জন্যও সম্ভব হতো না।"

 

মির্জা আব্বাস বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে বলেন, "দেশে এবং বিদেশে অনেক চক্র কাজ করছে, যাদের লক্ষ্য দেশের অস্তিত্ব বিলীন করা।" তিনি বলেছেন, "দেশে কিছু রাজনৈতিক দল, কিছু পেশাদার লোকের বক্তব্য শোনা গেছে, কিন্তু আশান্বিত হওয়ার পরেও আমি হতাশ। আমাদের দেশ এখন এমন এক অবস্থায় রয়েছে যে এর ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করা খুবই কঠিন।"

 

 

তিনি আরো বলেন, "গত দুই দিনে কিছু রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, তবে অনেকেই এর বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছে। আমি শুরুতেই বলেছিলাম যে সকল মতামত একমত হবে না।" তিনি একাধিকবার উল্লেখ করেছেন যে, দেশের উন্নতি এবং সংস্কারের জন্য তারা নিজেদের মতামত দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান সংস্কার হয়নি।

শেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, প্রশাসনের মধ্যে যারা সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। তিনি বলেন, "এখনো অনেক সচিবালয়ে প্রথাগতভাবে কাজ চলছে, এবং যারা সংস্কার বাস্তবায়ন করতে বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।" 

 

মির্জা আব্বাস দেশের জন্য তার সংগ্রামের কথা তুলে ধরে বলেন, "আমি মুক্তিযুদ্ধ করেছি এবং দেশের জন্য আরও লড়াই করবো।"

আঁখি

×