ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

জনাব রিজভী, নির্বাচনের জন্য যদি ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো! :খালেদ মুহিউদ্দীন

প্রকাশিত: ০৭:০৪, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ০৭:১৫, ২৫ মার্চ ২০২৫

জনাব রিজভী, নির্বাচনের জন্য যদি  ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো! :খালেদ মুহিউদ্দীন

ছবি:সংগৃহীত

জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন তার ধারাবাহিক সম্প্রচারে সম্প্রতি মন্তব্য করেছেন, "জনাব রিজভী, নির্বাচনের জন্য যদি আপনাদের ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো, তখন করতেনটা কি? গত এক দশকে আপনারা কি করেছেন? এসব নিয়ে কি উত্তর দিবেন জনতার দরবারে?" 

 

 

তিনি আরও বলেন, "এই যে সর্বশেষ নির্বাচন হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে, তখন আমি দেশে ছিলাম। সেই নির্বাচনবিরোধী প্রতিবাদে আপনাদের কি পদক্ষেপ ছিল? আপনারা কি করেছেন? লিফলেট বিতরণ আমার চোখে পড়েছে, আর কি পদক্ষেপ ছিল?" 

 

 

খালেদ মুহিউদ্দীন এটাও উল্লেখ করেছেন, "এটি মানে এই নয় যে অন্তর্বতী সরকার নির্বাচনের জন্য অনন্ত সময় নিবে। অবশ্যই সরকারের কাজ হবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং তদারকির ভূমিকা পালন করা। একটি নির্বাচনের রোড ম্যাপ দ্রুতই তুলে ধরা হবে। তার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব ও তৌহিদি জনতার উপর লাগাম টান দিতে হবে।"
 

আঁখি

×