
ছবি:সংগৃহীত
মেজর (অব.) ডেল এইচ খান, মুখপাত্র ও প্রধান সমন্বয়ক, জনতা দল বলেন, "ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায়, গত ৫৪ বছরে বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে শেষ ১৫-১৬ বছরে আওয়ামী লীগ একটি 'একুরিয়ামের ভেতরে' সব রাজনৈতিক দলকে ঢুকিয়ে ফেলেছে। এমনকি তাদের নিজস্ব গৃহপালিত বিরোধী দলকেও।
কিন্তু ৩৬ দিনের অভূতপূর্ব ছাত্র-জনতার আন্দোলনে এই সিস্টেম উৎখাত হয়েছে। এর মূল কারণ হলো দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়ার ফলে আমাদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভ ও হতাশা, যা এই আন্দোলনে বিস্ফোরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে। গত ৫৪ বছরের রাজনৈতিক 'এন্টিবায়োটিক' আমরা প্রত্যাখ্যান করেছি।
এটি শুধু ফ্যাসিবাদ বা আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্ন নয়। পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা থাকলেও তাদের ব্যর্থতাগুলোও বিশ্লেষণ করতে হবে। যে দল ১৬ বছর চেষ্টা করেও তাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, যে দল ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, যে দলের নেতৃত্ব বিদেশ থেকে পরিচালিত হয়েছে—তাদের প্রতি কতটা আস্থা রাখা যায়? আমাদের মতো নতুন রাজনৈতিক শক্তির আগে এ নিয়ে গভীর গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন।"
আঁখি