
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতে দায়ের করা সকল মামলায় অব্যাহতি পাওয়ায় শুকরিয়া আদায় এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বগুড়ায় এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৪ মার্চ) শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, "দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে। আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছেন। দেশবাসীর দোয়া ও ভালোবাসাই তার শক্তি।" বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণ শিগগিরই একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে।
অনুষ্ঠানে বিএনপি, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিফাত