
ছবিঃ সংগৃহীত
এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর সম্প্রতি একটি অনলাইন বাংলা টক শোতে বলেন,
"দলীয় অবস্থান থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, তা তিনি ঠিক করেছেন কি না? দলীয় দৃষ্টিকোণ থেকে বলবো, যেকোনো বক্তব্যই যখন আমরা প্রকাশ্যে দেই, তখন দলীয় আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে তা দেওয়া উচিত। সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ হয়তো আবেগপ্রবণ হয়ে নিজের অবস্থান থেকে বক্তব্য দিয়েছেন, যা আমাদের দলীয় অবস্থানকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে না। যদি তিনি আমাদের সঙ্গে পরামর্শ করে বক্তব্য দিতেন, তাহলে বিষয়টি এতটা নেতিবাচকভাবে গ্রহণ করা হতো না এবং কথাটি এতটা আক্রমণাত্মক শোনাতো না।"
এদিকে, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ উত্থাপন করেন এবং বলেন, "এই পোস্ট দেওয়ার পর আমার কী হবে, তা আমি জানি না।"
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=652354764397612&rdid=XYaOFR2dZ4g8SdWb
ইমরান