ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

নেতাদের ভুল ধরিয়ে না দিলে আবার স্বৈরাচার হয়ে উঠবে: সারজিস

প্রকাশিত: ০২:১৪, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ০২:২৫, ২৫ মার্চ ২০২৫

নেতাদের ভুল ধরিয়ে না দিলে আবার স্বৈরাচার হয়ে উঠবে: সারজিস

ছবি: সংগৃহীত

নেতাদের ভুল ধরিয়ে না দিলে আবার স্বৈরাচার হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, যে কোনো নেতার যে কোনো বিষয়ে সরাসরি সমালোচনা করার মনমানসিকতা থাকতে হবে। ভুল করলে তার ভুল ধরিয়ে দিতে হবে। যদি আপনারা ভুলটা ধরিয়ে না দেন, তাহলে তারা ধীরে ধীরে আবার স্বৈরাচার হয়ে উঠবে। আবার ক্ষমতার অপব্যবহার করবে, লুটপাট করবে, দখলদারিত্ব করবে।

সারজিস বলেন, নতুন একটা বাংলাদেশ, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আপনারা আমরা একসাথে আন্দোলন করে পতন ঘটিয়েছি। এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই। সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সন্তান, নাতি-নাতনি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্র-জনতা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। যেই তরুণ প্রজন্ম এতো বড় একটা আন্দোলনে নেতৃত্বে দিয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছে, এই তরুণ প্রজন্ম অবশ্যই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে।

সোর্স: https://www.facebook.com/share/v/12GgvBnSQ11/

রিফাত

×