ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

হাসিনা অনেক কিছু হতে পারে, কিন্ত তিনি রাজনীতিবিদ না: সাইয়েদ আব্দুল্লাহ

প্রকাশিত: ০২:০৮, ২৫ মার্চ ২০২৫

হাসিনা অনেক কিছু হতে পারে, কিন্ত তিনি রাজনীতিবিদ না: সাইয়েদ আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

হাসিনা অনেক কিছু হতে পারে, কিন্ত তিনি রাজনীতিবিদ না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন আ্যক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।

বেসরকারি একটি গণমাধ্যমের টকশোতে তিনি বলেন, কুরবানির ঈদের সময় যখন পশুকে কুরবানি করা হয়; তখন সাথে সাথে সে নিস্তেজ হয় না। কিছুক্ষণ ছটফটানি করে। আওয়ামী লীগের অবস্থা এখন সেটা। আওয়ামী লীগের এখনো অনেকেই বুঝতেই পারে না, পুরো পৃথিবী কাপানো এক গণ-অভ্যুত্থানে তাদের পতন হয়েছে৷

তিনি বলেন, রাজনৈতিক দলের যে কাজ, সেই কাজের সাথেও আওয়ামী লীগের কোন মিল নেই। এমনকি শেখ হাসিনাকেও অনেকে মনে করতে পারেন, তিনি রাজনীতিবিদ ছিলেন। শেখ হাসিনা অনেক কিছু হতে পারে কিন্ত রাজনীতিবিদ না। তিনি এবং তার পরিবারের সবাই বিদেশে ভালো আছে৷ এই বাংলাদেশে আওয়ামী লীগের অনেক কর্মী আছে যারা বিশ্বাস করে রাজনীতি করত। শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এই নেতাকর্মীদের অবস্থা কী হবে সেটা তো একবারও ভাবেননি তিনি। এমন নেতৃত্ব যদি হয়, তার ভিতর রাজনৈতিক গুণ আসবে কীভাবে।

সাইয়েদ বলেন, শেখ হাসিনা ৭৫ পরবর্তীতে যখন দেশে ফিরে, আন্তর্জাতিক মিডিয়ায় ইন্টারভিউতে তিনি বলেন, আমি প্রতিশোধ নিতে এসেছি৷ শেখ হাসিনা এত বছর বাংলাদেশের মানুষের উপর এই প্রতিশোধটাই নিয়েছে।

এখনো সে পালিয়ে ভালো আছে, আর বিভিন্ন সময় কল রেকর্ড ফাঁস করে নেতাকর্মীদের বিপদে ফেলছে বিভিন্নভাবে রাস্তায় নামতে বলে৷ এটা কোন রাজনৈতিক গুণাবলি হতে পারে না।

সোর্স: https://www.youtube.com/live/oKWrWgwqwcE?si=edo19Sd8H-QS1h6a

রিফাত

×