ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীকে উস্কানি দিয়ে এক এগারো এর চক্রান্ত চলছে, সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

প্রকাশিত: ০১:৫০, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫৭, ২৫ মার্চ ২০২৫

সেনাবাহিনীকে উস্কানি দিয়ে এক এগারো এর চক্রান্ত চলছে, সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, "সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি চক্রান্ত শুরু হয়েছে।" তিনি সোমবার, যশোর জেলা শাখার আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রাশেদ খান আরও বলেন, "সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে যাচ্ছে। এই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখতো, তাহলে কি অভ্যুত্থান সফল হতো? কোনভাবেই সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, আওয়ামী ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করা হয়েছে, তখনই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সুতরাং আজকে যারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি এক এগারো তৈরি করার চক্রান্ত করছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক এবং সোচ্চার থাকতে হবে।"

তিনি বলেন, "গতকাল রাতে ফেসবুকে গুজব রটে গেছে যে সেনাবাহিনী ক্ষমতা টেকওভার করছে। জনগণকে এইভাবে ক্ষুব্ধ করা হচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে নামানোর একটি চক্রান্ত করা হচ্ছে, এবং এই চক্রান্তের সাথে দেশীয় ও বিদেশী চক্রান্তকারী দল জড়িত। এদের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক এবং সোচ্চার থাকতে হবে।"

রাশেদ খান সেনাপ্রধানের উদ্দেশ্যে বলেন, "আপনি গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। আমরা জানি যে অনেকে জানে যে, তিনি আসলে শেখ হাসিনার আত্মীয় ছিলেন। তারপরেও তিনি যে ভূমিকা রেখেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগ যদি আবারো ফেরে, সবার আগে তো এই সেনাপ্রধানকে ফাঁসি দেয়া হবে। সুতরাং আজকে সেনাপ্রধানকে শুধুমাত্র শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন—এই সেনাপ্রধানকে হটিয়ে তারা কাকে সেনাপ্রধান বানাতে চান? সেই বিকল্প কী?"

তিনি আরও বলেন, "আমরা তো জানি যে সেনাবাহিনীকে হাসিনা বিতর্কিত করার চেষ্টা করেছে। আজকে আপনি তাকে সরিয়ে যে আরেকজনকে দিবেন, তিনি যে ফখরুদ্দিন মইনুদ্দিন হবে না তার নিশ্চয়তা কী? তিনি যে ক্ষমতা টেকওভার করবে না তার নিশ্চয়তা কী? এখনো পর্যন্ত তো বর্তমান সেনাপ্রধান ক্ষমতা টেকওভার করেনি। তিনি বলেছেন যে, সেনাবাহিনীর মধ্যে কোনো রাজনীতি থাকবে না। এই ওয়াদা করেছেন।"

রাশেদ খান সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, "আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলব যে সেনাবাহিনীরও সংস্কারের প্রয়োজন আছে। কারণ হাসিনা কিন্তু প্রত্যেকটা বাহিনীকেই কলুষিত করার চেষ্টা করেছিল। সেনাবাহিনীর মধ্যে যতটুকু বিতর্ক ছিল, আমি সেনাপ্রধানকে বলব, ওই বিতর্কটুকু আপনি সরিয়ে, আপনি ঝেড়ে ফেলেন। তাহলে সেনাবাহিনী আমাদের কাছে যে গর্বের একটি বিষয় ছিল, সেই গর্বের বাহিনী হিসেবে থাকবে।"

তিনি বলেন, "সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের জনগণকে কোনভাবেই মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেই চক্রান্ত যারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে।"


সূত্র: https://tinyurl.com/yxd3p96m

আফরোজা

×