ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে কেউ যেন উসকে না দেয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ০১:৩৬, ২৫ মার্চ ২০২৫

সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে কেউ যেন উসকে না দেয়: হাসনাত আবদুল্লাহ

সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীসহ যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তাদের বিরুদ্ধে জনতাকে কোনোভাবেই উসকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করছে, এবং আমরা দেখেছি যে, ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকদের সাথে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে।”

সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, “একই সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান নিবেন না। একই সাথে গত দেড় দশকে যে জুলুম হয়েছে, সে সম্পর্কে বলতে চাই—আমি ভারসেস ডামি ইলেকশন দেখেছি, দিনের ভোট রাতে করা হয়েছে, কবর থেকে ভোট দিয়ে এসেছে, মুর্দারা ভোট দিয়ে গেছে। সে সময় অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই, এমনকি মন্ত্রণালয়ের সচিবকেও পদত্যাগ করতে দেখি নাই, আমরা কোন ডিসিকে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই।”

তিনি আরও বলেন, “আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, পরবর্তী বাংলাদেশটা, যে আওয়ামী লীগ ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিয়েছে, আমরা আপনাদের সাথে সহযোগিতায় এই ইনস্টিটিউশনগুলোকে জনমানুষের ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলব। একই সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীসহ যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর বিরুদ্ধে যেন কেউ জনতাকে উসকে না দেয়।”

তিনি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়ে বলেন, "আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার কতটুকু এগিয়েছে, সেটি আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় আসছে।"

এছাড়া, তিনি বলেন, “আপনারা সংস্কার সংস্কার বলছেন, কিন্তু কতদিনের মধ্যে দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। যদি আওয়ামী লীগের বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে আমরা ধরে নিব, এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোসররা একটিভ রয়েছেন।”

হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটিকে নাৎসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।”

আফরোজা

×