ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

হান্নান মাসউদের ওপর হামলা, যা বললেন মোসাদ্দেক

প্রকাশিত: ০০:৫২, ২৫ মার্চ ২০২৫

হান্নান মাসউদের ওপর হামলা, যা বললেন মোসাদ্দেক

ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।

সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'আব্দুল হান্নান মাসুদের উপর রক্তক্ষয়ী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী করছি। এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। পেশিশক্তি প্রয়োগের রাজনীতি যারা করতে চাইবেন তাদের পরিণতিও আওয়ামী লীগের থেকে ভিন্ন কিছু হবে না।

তিনি বলেন, হান্নান মাসুদদের হাজারটা ভুল/অপরাধ থাকতে পারে, তাদেরকে সংশোধন করুন সমালোচনা করুন প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নিন। কিন্তু হামলা করে তাকে সহ অর্ধ-শতাধিক মানুষকে রক্তাক্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে?'

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। রোববার (২২ মার্চ) দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ।

আশিক

×