
বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান
একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিসক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, দৃশ্যমান সংস্কার অবিলম্বে শুরু করেন। দ্রুত সংস্কারের কাজে যারা বাধা দেবেন সচিবালয়ের এমন কর্মকর্তাদের বের করে দেন।
তারেক রহমান বলেন, দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিক ভাইদের কাছে আন্তরিক আহ্বান, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করুন।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। তাই সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলন হয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র না হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাধীন সংবাদকর্মী হিসেবে সাংবাদিকরা দেশের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করবেন।
তারেক রহমান বলেন, আজ আমি কথা বলছি একতরফাভাবে। কারণ, আমি আপনাদের সামনে সরাসরি উপস্থিত নই। ভবিষ্যতে সামনাসামনি বসে সরাসরি কথা বলার চেষ্টা করব। তিনি বলেন, সংস্কার এখন একটি আলোচিত বিষয়। আমরাই সবার আগে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছিলাম।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, মনে হচ্ছে কোথাও কেউ হয়ত কিছু করার চেষ্টা
করছে। আমরা চাই দেশের প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে দেশের স্বার্থে এগিয়ে আসুক। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষকে সহযোগিতা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বাংলাদেশকে বিপদে নিমজ্জিত করার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকেও বিতর্কিত করা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, দেশকে অরক্ষিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখতে আমরা সবাই এক হয়ে কাজ করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে এখন কেমন জানি ব্যতিক্রম একটি অবস্থা বিরাজ করছে। কখনো নতুন কখনো পুরানো রাজনৈতিক দল এবং কোনো কোনো মহলের কথা শুনে আমরা হতাশ হয়ে যাই। সবকিছু মিলিয়ে কেমন একটা অবস্থা বিরাজ করছে, বিশ্লেষণ করা ডিফিকাল্ট। ৫ আগস্টের মতো ঐক্য ধরে রাখতে না পারলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
মির্জা আব্বাস বলেন, কেউ কেউ আছেন, আমরা কথা বললেই রাগ করেন। সংবিধান সংস্কারের বিপক্ষে কথা বলায় কেউ কেউ আমার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন। এখন তো দেখছি কমবেশি সবাই সংবিধান সংস্কারের বিষয়ে দ্বিমত পোষণ করছেন। তিনি বলেন, যারা বলেন, দেশটা কারো বাপের নয়, তাদের উদ্দেশে বলছি, দেশটা আমাদের, আমাদের বাপেরও। আমরাই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির ইফতার মাহফিল শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন কারী মোহাম্মদ গোলাম মোস্তফা। ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখার ২ মিনিট পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রায় ৫ মিনিট তারেক রহমানের কথা শোনা যায়নি।