
ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আল-আমিন হোসেন বিপ্লব ও ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ।
রবিবার (২৩ মার্চ) পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আল-আমিন হোসেন বিপ্লবকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ রয়েছে বহিষ্কৃত ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ৫ই আগস্ট সরকার পতনের পরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে একটি ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি ইউনিয়নের দায়িত্বশীল কয়েকজন সিনিয়র নেতার নাম ধরে এবং ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জিহাদীকে মারধরের কথা বলতে শোনা যায়। সরকারি কাজে বাধাসহ, সালিশ বাণিজ্য, চাঁদাবাজিসহ বিস্তর অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে।
অপরদিকে ৭নং লতাচাপলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি আল আমিন হোসেন বিপ্লবের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এর আগেও তার একটি মাদকের কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আবীর