ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: জেলা বিএনপি নেতা রুবেল

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৫৪, ২৪ মার্চ ২০২৫

বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: জেলা বিএনপি নেতা রুবেল

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেছেন, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি হচ্ছে মানবিক দল, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এছাড়া, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার সংলগ্ন মেঘ-শিমুল এগ্রো ফিসারিজ চত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং উপজেলার দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কবি মোজ্জাম্মেল হোসেন খানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের মাজারের স্থপতি মাসুদুর রহমান, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান মেহেদী হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দুলাল উদ্দিন দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সদস্য সচিব আক্তার হোসেন সরকারসহ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নাঈম/রাকিব

×