
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরণের ষড়যন্ত্র-গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই নিয়ে পরিকল্পিত গুজব-ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা।’
কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন দেশের এই পরিস্থিতিতে তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। এগুলো বর্তমান সরকার দেখছে না এমন প্রশ্ন রাখেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে নানা ধরণের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যেকোনো দেশেই সফরে যেতে পারেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা তিনি। সেটাকে নিয়ে এমন ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। এগুলোর পেছনে খুব পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।’
মুমু