
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ইনান তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ইঙ্গিত দিলে তাতে পাল্টা প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ওমার ফারুক।
শেখ ইনানের দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো- ‘ঢাকায় যে যেখানে আছেন, প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ করুন। ফাইনাল কল আসবে যেকোনো সময়, রাজপথ দখলের জন্য প্রস্তুত থাকুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
উক্ত স্ট্যাটাসটির প্রতিক্রিয়া স্বরূপ ওমার ফারুক মন্তুব্য করেছেন, ‘প্রস্তুত আছি ভাই। কল দিয়েন আপা আসলে। ব্যাগ গুছায় রাখছি।
মুমু