
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে শতাধিক গাড়ির বহর নিয়ে বিভিন্ন স্থানে পথসভা করেছেন। সোমবার (২৪ মার্চ) দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আয়োজিত পথসভায় তিনি জনগণের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
পথসভায় সারজিস আলম বলেন, "কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে মানুষ আর দলের নাম বা প্রতীকের ওপর ভিত্তি করে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে, যা আর হতে দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "ভোটের আগে নেতারা এসে কিছু টাকা দিয়ে যান, আর নির্বাচনের পর জনগণের সেবার পরিবর্তে তারা অর্থের জন্য হাত বাড়ান। আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাই। যে জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের সম্পদ লুট করবে, তাকে আর মেনে নেওয়া যাবে না।"
সারজিস আলম জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা ভুল করলে আমাদের শুধরে দেবেন। কিন্তু কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ সমর্থক হলে আপনাদের মূল্য কেউ দেবে না। আমরা প্রতীক নিয়ে আপনাদের সামনে আসব, তবে কেবল তখনই আমাদের ভোট দেবেন, যদি আমরা আপনাদের কথা রাখতে পারি।"
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, "পঞ্চগড় আমার জন্মভূমি, তাই এখানকার মানুষের কাছে আমার দাবি একটু বেশি।"
সায়মা ইসলাম