ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তারা অন্য দেশের দালাল : বুলু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৫৫, ২৪ মার্চ ২০২৫

যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তারা অন্য দেশের দালাল : বুলু

ছবি:সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান  বরকতউল্লাহ বুলু বলেছেন, "কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল হয়ে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।"  

রবিবার নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

বুলু বলেন, "মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী। এমনকি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তারাই দেশ রক্ষায় এগিয়ে এসেছে। বাংলাদেশের শিগগিরই একটি গণতান্ত্রিক সরকার আসা জরুরি।" তিনি আরও উল্লেখ করেন, "৯০-এর গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানেও তাদের ভূমিকা রয়েছে।"  

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "কেউ যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান বা সেনাবাহিনীকে নিয়ে কিছু বলতে চান, আমরা মনে করি তারা বাংলাদেশের স্বপক্ষে কাজ করে না। তারা অন্য দেশের দালাল হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়।"  

 

বরকতউল্লাহ বুলু বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি সাবেক সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই বক্তব্য বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি সমর্থন এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে।  

আঁখি

আরো পড়ুন  

×