ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

২৪ ও ৭১, এই দুটোকে মুখোমুখি দাঁড় করানোর পক্ষে আমরা না - মনিরা শারমিন

প্রকাশিত: ১১:১৫, ২৪ মার্চ ২০২৫

২৪ ও ৭১, এই দুটোকে মুখোমুখি দাঁড় করানোর পক্ষে আমরা না - মনিরা শারমিন

একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে জাতীয় নাগরিক পার্টির সদস্য মনিরা শারমিন বলেছেন:
"দেখুন ৭১ এবং ২৪ এজে মুখোমুখি দাঁড়ানোর একটা রাজনৈতিক অর্থ নেই। প্রথমত আমরা মনে করি ৭১ আমাদের অস্তিত্ব, আমরা ৭১ কে ধারণ করতে চাই, ২৪ এ এসে আমরা আমাদের অধিকারকে বলতে শিখেছি, রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে আমার অধিকার আমাকে দিতে হবে, আমার মর্যাদা আমাকে দিতে হবে। সুতরাং ২৪ ও ৭১ মুখোমুখি করার পক্ষপাতী আমরা না।

অনেক রাজনীতিবিদ বলার চেষ্টা করেন যে ২৪ এর উত্থান একটা স্বাভাবিক ক্ষমতার পরিবর্তন। কিন্তু, এভাবে করে একটা উত্থানকে ডিফাইন করা যাবে না। কারণ এই ২৪ এর উত্থান শুধুমাত্র যেমন নির্বাচনের জন্য হয়নি…আপনি কোথাও শুনবেন না যে একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়েছে। না ছাত্র, না রিকশাওয়ালা, না যারা রাস্তায় নেমে এসে সহযোগিতা করেছে তারা বলেছে।

সুতরাং আন্দোলন, উত্থান হয়েছে একটা মর্যাদার জায়গা থেকে, জনগণের অধিকারের জায়গা থেকে।"

কানন

আরো পড়ুন  

×