ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ০৭:১৯, ২৪ মার্চ ২০২৫

জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 রবিবার জারি করা এনবিআরের এক চিঠি অনুসারে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসাবগুলোর সর্বশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জিএম কাদের, তার স্ত্রী, তার মেয়ে ইশরাত জাহান কাদের ও তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সকল ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবগুলোর বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছে।

ব্যাংকগুলোকে সাত কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে।

গত সপ্তাহে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছিল, তারা জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন নামে অর্থ পাচার, সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের মনোনয়ন প্রক্রিয়ায় ঘুষ এবং দলের মধ্যে ‘পদ বাণিজ্য’ সম্পর্কিত প্রাথমিক প্রমাণ পেয়েছেন।

সাজিদ

×