ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

গণহত্যার দায়ে আ. লীগকে আইনের আওতায় আনতে হবে: সাকি

প্রকাশিত: ০০:৪০, ২৪ মার্চ ২০২৫

গণহত্যার দায়ে আ. লীগকে আইনের আওতায় আনতে হবে: সাকি

ছবি: সংগৃহীত

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় রংপুরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জনসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে জোনায়েদ সাকি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে কেবল আওয়ামী লীগ ও তার সহযোগী নেতারা নন, দল হিসেবে আওয়ামী লীগকেও আইনের আওতায় আনতে হবে।

জোনায়েদ সাকি বলেন, সাত মাস পেরিয়ে গেছে। এখনো বিচারপ্রক্রিয়া দৃশ্যমান নয়। বিচারপ্রক্রিয়ার দৃশ্যমান মানুষ দেখতে চায়। আমরা পরিষ্কারভাবে দাবি তুলেছিলাম, কেবল আওয়ামী লীগ নেতারা নন, দল হিসেবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের দায় কতটা, সেটাও বিবেচনায় আনতে হবে। আমরা এখন পর্যন্ত তার উদ্যোগ দেখিনি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং সেই অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা জুলাই গণ–অভ্যুত্থানে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। তাই শেখ হাসিনাসহ যাঁরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের রাজনীতিক সহযোগীরাসহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি।

সূত্র : https://youtu.be/2jFTWURtX_A?si=vYD8tUgwoojBExxS

রিফাত

×