
ছবি: জনকণ্ঠ
কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে এবং মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, গত এক বছর আগেও গোপালগঞ্জের মাটিতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা বলা সম্ভব ছিল না। নেতাকর্মীদের নিয়ে উন্মুক্ত মঞ্চে বসে ইফতার আয়োজনের কল্পনাও করা যেত না। গত ১৭ বছরে একটি দল রাতের আঁধারে বিনা ভোটে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ আলম সেলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেত্রী রাহেলা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হিরু মৃধা, তথ্য বিষয়ক সম্পাদক ও কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মো. মিলন খান, কাশিয়ানী ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দীন অপু, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এম.কে.