
ছবি: সংগৃহীত
গণমাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, "আওয়ামী লীগের অর্থে পুষ্টরা এখনও গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। তারা এই পরিবর্তন মেনে নিতে পারছে না।"
ভুল তথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "বিগত সময়ে প্রচুর অপতথ্য ও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। ক্ষমতায় থাকার সময় যখন অর্থনীতি টালমাটাল হয়েছে, তখন রাসেল ভাইপারের গল্প কিংবা ৫ আগস্টের পরে ডাকাত-ডাকাত বলে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত রাখা হয়েছে।"
তিনি আরও বলেন, "গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়, যা সমাজে ভুল ধারণা তৈরি করে।"
তিনি আরও বলেন, "অনেক গণমাধ্যম মালিক তাদের ব্যবসায়িক স্বার্থে মিডিয়া গড়ে তুলেছেন। তাদের উদ্দেশ্য শুরু থেকেই অসৎ ছিল। ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মনে দ্বিধা সৃষ্টি করা হয়েছে, বারবার মিথ্যা বলার মাধ্যমে সেটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে।"
শিলা ইসলাম