ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জনগণের সমর্থন ছিলো বলেই স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানো গেছে: তারেক রহমান

প্রকাশিত: ০০:০০, ২৪ মার্চ ২০২৫

জনগণের সমর্থন ছিলো বলেই স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানো গেছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে নানাভাবে ব্যাহত করা হলেও জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার আগে বিএনপি কথা বলেছে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাকে সবচেয়ে আগে ধ্বংস করা হয়েছে। তাই রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা দূর না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।

পরে গুলশানে বিএনপি পরিবার-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, শুধু রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, জনগণের কল্যাণে কাজ করতে হবে। তরুণ সমাজকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যদি আমরা আরও মানুষকে সমাজসেবায় উৎসাহিত করতে পারি, তাহলে সমাজ ও রাষ্ট্র উভয়েরই উপকার হবে।"

তিনি আরও বলেন, রাজনীতির সবচেয়ে বড় পুঁজি জনগণ। তাই জনগণের কল্যাণের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। জনগণের ইস্যুগুলোকে সামনে রেখে রাজনীতিবিদদের কথা বলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভিডিও দেখুন: https://youtu.be/ZXd__ZlPc-c?si=hxIy4KqxpzviJGfc

এম.কে.

×