ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বাংলাদেশের জনগণ: তারেক রহমান

প্রকাশিত: ২৩:৩১, ২৩ মার্চ ২০২৫

আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বাংলাদেশের জনগণ: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বাংলাদেশের জনগণ।"

তিনি বলেন, "আমরা ৩১ দফার কথা বলেছি, যা শুরুতে ছিল ২৭ দফা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা গণতন্ত্রের পক্ষের, একত্রিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি।"

তারেক রহমান আরো বলেন, "যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করা আমাদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়, তবে এই কাঠামো গুলি ঠিক করতে হবে। দেশের জনগণ আমাদের রাজনীতির মূল শক্তি। তাদের ইস্যুগুলোকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "যেহেতু জনগণ ও রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল, তাই এই দেশের মানুষ একত্রিত হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এটি একটি অভ্যুত্থান ছিল, যেখানে জনগণ রাজপথে নেমে আসে, রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড়িয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান গ্রহণ করে।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "আমরা সংস্কারের কথা বলছি, সংসদের প্রয়োজনীয়তা, সংসদের ক্ষমতা, নির্বাচনের মেয়াদকাল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু এর পাশাপাশি আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ইস্যুগুলো নিয়ে কাজ করা।"

তারেক রহমান বলেন, "যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার মাধ্যমে রাজনীতির কিছু পরিবর্তন হতে পারে, তবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য জনগণের চাওয়া ও প্রত্যাশা পূরণ করা। জনগণের ডিমান্ড এবং তাদের ইস্যুগুলো আমাদের রাজনীতির অগ্রাধিকারে থাকতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/QCtbhamhR_w?si=i_vWbYLQ7Sfks_VA

এম.কে.

×