ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ না থাকলে দেশের কিছু হবে না: নুরুল হক

প্রকাশিত: ২২:৪৩, ২৩ মার্চ ২০২৫

আওয়ামী লীগ না থাকলে দেশের কিছু হবে না: নুরুল হক

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ না থাকলে দেশের কিছু হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, "আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের কথা বলছি, সেই নতুন বাংলাদেশের চিত্র এই মঞ্চ হতে পারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তার পার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে আমরা এক জায়গায় অবস্থান নেব।"

তিনি আরও বলেন, "জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে শেখ হাসিনার পতনের দাবিতে একতাবদ্ধ হয়েছিল। ৫ই আগস্ট জনতা রায় দিয়েছে, আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। এই বাতিল দলকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। সরকারকে আমরা জানিয়ে দিয়েছি যে, রাজনৈতিক দলের সাথে আমাদের আলাপ আলোচনা চলবে।"

নুরুল হক নুর আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, "আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এই দলের বর্বরতা ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে ইতিহাসের পাতায় এবং গত ১৬ বছরের বর্বরতা আমরা নিজের চোখে দেখেছি।"

তিনি আরও বলেন, "আমরা এই অভ্যুত্থানের অংশীদার হিসেবে মনে করি, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার হরণের ফলে ফ্যাসিবাদ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আবারো যদি গণতন্ত্র ও ভোটাধিকার না থাকে, তবে নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপর চাপিয়ে পড়তে পারে।"

নুরুল হক নুর বলেন, "আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, তা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ১৬ বছর ধরে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর নেতাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই একত্রিত হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করুন।"

তিনি বলেন, "রাজনীতি জনগণের সেবা করা উচিত, এটি কোনো ব্যবসা বা পুঁজি কামানোর হাতিয়ার হওয়া উচিত নয়। আমাদের মধ্যে যেন আওয়ামী লীগের কোনো অপকর্মের কোনো নিদর্শন না থাকে, তা নিশ্চিত করতে হবে। রাজনীতি করতে হলে জনগণের কল্যাণে কাজ করতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/CwN9nULwZXM?si=zqqh1P8HhlzDc9hX

এম.কে.

×