
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে খাটো করার জন্য কিছু মহল উঠেপড়ে লেগেছে। আজ রোববার (২৩ মার্চ) রাজধানীর ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
আওয়ামী লীগকে ছেড়ে দেয়ার সুযোগ নেই, তাদের প্রাতিষ্ঠানিক বিচার চাই জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, 'সবাই বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই।'
বিদেশি কিছু এজেন্ট বাংলাদেশে যেন কোনোভাবেই শান্তিশৃঙ্খলা না আসে, সে চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপিকে ঠিক আওয়ামী লীগের মতো শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=bcy1Kb_Zlvw
রাকিব