
ছবি: জনকণ্ঠ
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আনিসুল হক বলেছেন, 'তারেক রহমান জনগণের নেতা হয়ে বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন শিগগিরই এবং জনগণকে সঙ্গে নিয়ে পার্লামেন্টে যাবেন। এদেশে ফ্যাসিস্টদের কখনও ঠাঁই হয়নি, কোনদিন হবেও না।'
রবিবার (২৩ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক নাসের উজ্জ্বল, ভাস্কর রায়, ইলিয়াস আলী, ডা. সামসুদ্দিন, এমদাদুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, নজরুল ইসলাম শাহ্, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম নুর প্রমুখ।
এম.কে.