
বিএনপি’র প্রতিটি কর্মীকে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশের মানুষের পাশে রয়েছে আগামীতেও থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল বিএনপি নেতা আসাদুল ইসলাম আজাদ।
শনিবার (২২মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রিক্সা,ভ্যান, সিএনজি চালকসহ সকল জনসাধারণের মাঝে ইফতার বিতরণ শেষে ভাইঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, যদি কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দলকে এগিয়ে নিতে ও দেশের মানুষের শান্তি বজায় রাখতে সর্বদা সকল নেতা-কর্মীকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।
এসময় আরোও বক্তব্য দেন, স্থানীয় বিএনপি নেতা তারা মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির,মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক ইউপি সদস্য নূরুল আলমসহ আরও অনেকে।
ইফতার অনুষ্ঠানে মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাজিদ