ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

আপনি সীমা লঙ্ঘন করেছেন : জিল্লুর রহমান

প্রকাশিত: ১১:৩০, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৭, ২৩ মার্চ ২০২৫

আপনি সীমা লঙ্ঘন করেছেন : জিল্লুর রহমান

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠকসংক্রান্ত স্ট্যাটাসকে ‘অতিরিক্ত’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য সীমা লঙ্ঘনের শামিল এবং দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

জিল্লুর রহমান বলেন, "আমি শুনেছি, কিছু ছাত্রনেতা বলেছেন যে ৫ তারিখের পরে অস্ত্রহাতে যুদ্ধ করার পরিকল্পনা করছেন। এটি হাস্যকর। এরপর বলা হচ্ছে, গোপন বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে। সরকার গঠন প্রক্রিয়ার সময়ে এমন বিষয় প্রকাশ করলে ভবিষ্যতে কেউ আর আলোচনা করতে চাইবে না।"

তিনি আরও বলেন, "আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে, কিন্তু সবকিছু জনসম্মুখে প্রকাশ করা যায় না। আমি আমার টকশোর আগে বা পরে রাজনীতিবিদদের সঙ্গে অনেক আলোচনা করি, কিন্তু সেগুলো কি আমি প্রকাশ করি? যদি করতাম, তাহলে এত বছর এই শো চালাতে পারতাম না। সব সত্য সব সময় বলা উচিত নয়।"

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে উদ্বেগ প্রকাশ করে জিল্লুর রহমান বলেন, "গৃহযুদ্ধ হয়তো আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের ২০ কোটি মানুষের পছন্দ নয়। আপনারা এখন হয়তো অন্য কারও স্বার্থে কাজ করছেন। দুঃখিত, কিন্তু সেনাপ্রধানের সততা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। সেনাবাহিনী কখনো ক্ষমতা নেওয়ার কথা বলেনি, তাহলে কেন এমন দাবি তোলা হচ্ছে?"

তিনি আরও বলেন, "বিএনপির মতো দলও বলছে, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চায় না। জনগণই সিদ্ধান্ত নেবে, কে থাকবে আর কে থাকবে না। অথচ আপনারা ড. মুহাম্মদ ইউনূসকেও বিতর্কের মধ্যে টেনে আনছেন এবং সেনাপ্রধানের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন। কেন এই অতিকথন? মনে রাখবেন, প্রতিটি মুহূর্তের হিসাব গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার কাছে আছে। এত সহজ নয়। আমি মনে করি, আপনারা সীমা অতিক্রম করেছেন এবং দেশকে একটি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।"

সূত্র: https://www.youtube.com/watch?v=txkQD-NQRKU

সায়মা ইসলাম

×