
ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন যে, দেশের বর্তমান রাজনৈতিক পরিসরে ক্ষমতার নেশা একটি মহামারির মতো ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “জ্বিনের আছর, ভূতের আছরের মতো অনেকের ওপর ক্ষমতার আছর হয়েছে। ক্ষমতার আছর তাদের পাগল করেছে। ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পাগল করে দিয়েছে। ক্ষমতার নেশা তাদের পেয়ে বসেছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তারা নানা পলিসি গ্রহণ করেছে। তাই দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা চলছে।”
তিনি বলেন, যারা একবার ক্ষমতার স্বাদ পেয়েছেন, তারা আর তা ছাড়তে চান না। ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করছে। জিএম কাদেরের ভাষায়, “ক্ষমতা ধরে রাখতে তারা প্রতিযোগীদের মাঠ থেকে সরিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা চলছে। বিএনপি এবং জামায়াতের সঙ্গেও ক্ষমতা ভাগাভাগির সম্ভাবনা তৈরি করা হচ্ছে।”
জাতীয় পার্টির প্রধান মনে করেন, এরশাদ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “এরশাদ সাহেব ছিলেন সবচেয়ে কম স্বৈরাচারী এবং বেশি গণতন্ত্রমনা। তারপরও স্বৈরাচার বলে আমাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পনা চলছে।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন বাধা সৃষ্টি করা হচ্ছে। আমাদের মিছিল-মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে, আমাদের পার্টি অফিসে হামলা চালানো হচ্ছে। আমাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে যেন জনগণ আমাদের ভুলে যায়। আমাদের নেতারা যেন হতাশ হয়ে যায়। এটা ছিল তাদের উদ্দেশ্য, এখনো এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তারা।”
মো. মহিউদ্দিন