ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আ. লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে, তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না: জিএম কাদের

প্রকাশিত: ০৩:২৩, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ০৩:২৩, ২৩ মার্চ ২০২৫

আ. লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে, তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না: জিএম কাদের

ছবি: সংগৃহীত

নির্বাচন যদি করতে হয়, নির্বাচনের মত করতে হবে। প্রতিটি নাগরিকের অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ব্যান করতে হলে তাদের করতে হবে যারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। যারা গায়ের জোরে সন্ত্রাসী করে সবকিছু চাপিয়ে দেয় নিয়মতান্ত্রিক রাজনীতি না করে এইসব দলকে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়। 

যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতি করে তাদের কোথাও ব্যান করা হয় না।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে অর্ধেক মানুষ ছাড়া নির্বাচন হবে। সেই নির্বাচনকে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাবে না। আমাদের পরিষ্কার কথা, প্রতিটি বৈধ রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। উত্তরপাড়া এ পর্যন্ত এখানে রাজনীতিতে অংশগ্রহণ করছে এটা আমাদের জানা নাই। 

তবে এখন পর্যন্ত আমাদের ভরসার জায়গা সেনাবাহিনী, আমাদের বিপদ হলে আমরা আশা করি তারা হয়তো দেখবে। তারা হয়তো সবসময় পারে নাই, কিন্ত তাদের সম্পর্কে কোন কথা বলা আমি মনে করি জনস্বার্থের জন্য অনূকূলে নয়। 

প্রতিযোগী কামানোর যে রাজনীতি, এটা কখনোই সফল হবে না। তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা করেছিলো সেও পারেন নাই। আমাদের লোকদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, জনসম্মুখে থাকুন সবাই, আপনাদেরকে নির্মূল করার যে চেষ্টা, তা আমরা জীবন দিয়ে হলেও মোকাবিলা করব। যেখানেই আমাদের বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ করা হবে। 

রংপুরের মানুষ সবসময় সত্যের পথে থাকে, তারা যে কোন কিছুতে গা ভাসিয়ে দেয়না। রংপুর থেকেই আন্দোলন চাই আমি।

সূত্র : https://youtu.be/In7WnYKlaz4?si=ns43WVgQDgUZ2JU3

রিফাত

×