ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই নির্বাচন হতে হবে: ব্যারিস্টার নওশাদ জমির

প্রকাশিত: ০২:৫০, ২৩ মার্চ ২০২৫

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই নির্বাচন হতে হবে: ব্যারিস্টার নওশাদ জমির

ছবিঃ সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, "বাংলাদেশে নির্বাচন অবশ্যই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার নামে ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না।"

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "কেউ কেউ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছেন, যেমন প্রফেসর আলী রিয়াজ। কিন্তু বিএনপির অবস্থান খুবই স্পষ্ট—আমরা এই পদ্ধতি চাই না। কারণ, সংখ্যানুপাতিক নির্বাচন মানে হচ্ছে, ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য নতুন এক ব্যবস্থার সুযোগ তৈরি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই ধরনের কোনো নির্বাচন মেনে নেবে না।"

সংখ্যানুপাতিক ভোটের অসুবিধার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "যদি ১০০০ ভোটের মধ্যে কেউ ৬০০ ভোট পায়, সাধারণত সে-ই জয়ী হয়। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতিতে বলা হচ্ছে, ২০০ বা ৩০০ ভোট পাওয়া দলকেও সংসদে আসন দিতে হবে। এটি সঠিক নিয়ম নয় এবং এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য উপযোগীও নয়।"

নেপালের উদাহরণ টেনে তিনি বলেন, "নেপালে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করার পর মাত্র দুই বছরের মধ্যে নয়বার সরকার পরিবর্তন হয়েছে। এটি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বাংলাদেশে এই ধরনের নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং বিএনপি এটাকে মানবে না।"

তিনি জোর দিয়ে বলেন, আগামী নির্বাচন অবশ্যই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই হতে হবে, এবং বিএনপি এই অবস্থান থেকে একচুলও সরে আসবে না।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=8ItQ4pEaig0

ইমরান

×