ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয়: তারেক রহমান

প্রকাশিত: ০২:৪২, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ০২:৪২, ২৩ মার্চ ২০২৫

সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয়: তারেক রহমান

ছবি: সংগৃহীত

রাজনীতিতেও ভিন্নমত থাকলেও দেশ, দেশের মানুষ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ১২ দলীয় জোট আয়োজিত ইফতারে তিনি বলেন, দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান

রাজনৈতিক দল ও সুশীল সমাজের সম্মানে রাজধানীতে ১২ দলীয় জোটের ইফতার মাহফিল। অংশ নেন বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, বিগত স্বৈরাচারের আমলেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিল বিএনপি। নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

বিগত সরকারের আমলে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে সেসব এখন মেরামত করতে হবে বলেও জানান তারেক রহমান।

রিফাত

×