
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুহিদ চৌধুরীকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মুহিদ জেলা সদরে ইনাতাবাদ এলাকার কাইয়ুম চৌধুরীর ছেলে।
ওই ছাত্রলীগ নেতা শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইনাতাবাদ এলাকায় ঘুরাফেরা করছিলেন। এ সময় একদল যুবক তাকে আটক করে মারধর করেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় মুহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আসিফ