ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আ.লীগের পুনর্বাসন নয়, দ্রুত বিচার করতে হবে: শাহাদাতুল্লাহ

প্রকাশিত: ০০:৩৯, ২৩ মার্চ ২০২৫

আ.লীগের পুনর্বাসন নয়, দ্রুত বিচার করতে হবে: শাহাদাতুল্লাহ

ছবি সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) স্থানীয় রাণীগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা এবি পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, জেলা যুব পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, "ফ্যাসিস্ট শাসনে এ দেশ বারবার রক্তাক্ত হয়েছে। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, ৫ মে হেফাজতের আলেম হত্যাকাণ্ড, গুম-খুনের ঘটনা এবং সর্বশেষ জুলাই বিপ্লবের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।"

তিনি আরও বলেন, "একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে। বড় রাজনৈতিক দলগুলোও জনমনে ধোঁয়াশা তৈরি করছে। তবে রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের মনোভাব বোঝা। যারা জনগণের চাহিদা বুঝতে ব্যর্থ হবে, তারা ভবিষ্যতে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে।"

শাহাদাতুল্লাহ টুটুল আরও বলেন, "এ দেশের যুবকদের দীর্ঘদিন ধরে রাজনীতির পেশিশক্তি ও চাঁদাবাজির কাজে ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে তাদের নৈতিক ও পেশাগত উন্নয়নের জন্য পৃথক কর্মপরিকল্পনা গ্রহণের। সরকারকে এই বিষয়ে আন্তরিক হতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, "এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের পক্ষে রাজনীতি করে। দেশের রাজনৈতিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য।"

তিনি যুব সমাজকে এবি পার্টির সঙ্গে যুক্ত হয়ে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক পার্টির ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন, সদস্য সচিব হাদিসুর রহমান, ঘোড়াঘাট এবি পার্টির সমন্বয়ক জালাল উদ্দীন, নবাবগঞ্জ উপজেলা যুব পার্টির আহ্বায়ক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা যুব পার্টির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু রায়হান, প্রচার সম্পাদক আনিসুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আশিক

×