
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরেই ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে সংগঠনটির চাটখিল উপজেলা প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত ১৫ বছর আন্দোলন করলেও ফ্যাসিবাদ মুক্ত করতে পারেনি।
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ৩৬ দিনের লড়াই ফ্যাসিবাদকে পতন করলেও মূলত ফ্যাসিবাদের পতন হয়েছে মাত্র একদিনে!
স্বৈরাচার হাসিনার পদত্যাগের ১ দফা দাবি ৪ আগস্ট ঘোষণা দিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার পরের দিন ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসনের জুলুম-নির্যাতন থেকে জাতি মুক্ত হয়। বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পর বিশ্বের বহুদেশের ছাত্র-জনতা আমাদেরকে অনুসরণ করেছে। এরই অংশ হিসেবে সিরিয়ায় স্বৈরাচার আসাদ সরকারের পতন হয়েছে। বর্তমানে ইউরোপের দেশ সার্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ আমাদেরকে অনুসরণ করে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শনিবার (২২ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাটখিল উপজেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তরুণদের দ্বারা গঠিত ও পরিচালিত। এই তরুণরাই জাতিকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। জাতি তরুণদের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে। তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে বলে তিনি মন্তব্য করেন। এসময় তিনি, নতুন বাংলাদেশ গঠনে প্রশাসনকে সহযোগিতা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌর বিএনপি'র সদস্য সচিব আসানুল হক মাসুদ, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর জেলার আহবায়ক আরিফুর ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা ও চাটখিল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহত-পুঙ্গত্ব বরণকারীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
রিফাত