ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

যারা নির্বাচন এড়িয়ে অন্য পন্থা অবলম্বন করতে চায়, তারা গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের পক্ষে- আমীর খসরু

নুরউদ্দীন খান সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:২০, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:২১, ২৩ মার্চ ২০২৫

যারা নির্বাচন এড়িয়ে অন্য পন্থা অবলম্বন করতে চায়, তারা গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের পক্ষে- আমীর খসরু

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো বিচারহীনতায় বিশ্বাস করে না। ইতোমধ্যে প্রায় ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আধুনিক বাংলাদেশ গঠনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা নির্বাচন এড়িয়ে অন্য পন্থা অবলম্বন করতে চায়, তারা গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের পক্ষে অবস্থান করছে।

শনিবার, (২২ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রামের  কাজীর দেউরী সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন এবং বিএনপির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চান। বিএনপি নেতৃবৃন্দ তাদের প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে স্পষ্ট ধারণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের অর্থ লুটপাটকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনাসহ যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদের বিচার করা হবে। যারা অপরাধী, তাদের বিরুদ্ধে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাস করে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

৫ই আগস্ট পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, সত্য প্রকাশের মাধ্যমে তারা দেশ ও জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরেছেন। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকবেন, এটাই জনগণের প্রত্যাশা।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণ আজ কঠিন সময় পার করছে। গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার হরণের ফলে দেশ একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এদেশের জনগণ যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, তাতে স্পষ্ট যে, জনগণ পরিবর্তন চায়। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ধৈর্য ও সাহস ধরে রাখতে হবে, কারণ এই আন্দোলন শুধু বিএনপির নয়, এটি দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামছুল আলম। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কগণ, সাংগঠনিক সম্পাদকগণ, চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ। সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি আপসহীন আন্দোলন চালিয়ে যাবে। দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের জন্য ইফতার পরিবেশন করা হয়।

আসিফ

×