
ছবি সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের কালির বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় আয়োজিত এই মাহফিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মো. মনিরুজ্জামান বাহলুল। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি এবং ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, জেলা নির্বাহী সদস্য ও আইবিডব্লিউএফ তিতাস শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেইন, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা তফাজ্জল হোসেইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতানী ইউনিয়ন জামায়াতে ইসলামী'র সভাপতি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ওমর ফারুক মোল্লা। এছাড়া ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সী, জগতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাকারিয়া মোল্লা, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম খলিল এবং সাতানী ইউনিয়ন হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আশিক