ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

স্বার্থবাদী ও চাটুকার কেউ যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে: গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৫, ২২ মার্চ ২০২৫; আপডেট: ২১:৪৫, ২২ মার্চ ২০২৫

স্বার্থবাদী ও চাটুকার কেউ যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে: গিয়াসউদ্দিন

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আন্দোলন-সংগ্রামের সময় যারা পালিয়ে ছিল, লুকিয়ে ছিল, গর্তে ছিল, নিজেকে বাঁচানোর জন্য, নিজের ব্যবসা-বাণিজ্য বাঁচানোর জন্য এই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আন্দোলন-সংগ্রামে আসেনি তারা এখন সুবিধাবাদী, বসন্তের কোকিল।তারা দলের মধ্যে ফিরে আসতে চায়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের এ আন্দোলনকে ব্যাহত করতে চায়, তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো অতন্দ্র প্রহরীর মতো এই বিএনপিকে পাহারা দিতে হবে। কোন স্বার্থবাদী, চাটুকার, কোন অর্থবিত্তবান ব্যক্তি কোনভাবেই যেন এই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে। শনিবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুতুবপুর এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলীর সঞ্চালয়নায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মিয়াসহ নেতাকর্মীরা।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া দল, এই দল তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি। যা দেশের সবচেয়ে জনপ্রিয় দল। তিনি বলেন, যারা সমাজে ভালো মানুষ তারা নেতৃত্বে দিবেন। যারা ভালো মানুষ তাদেরকে ডেকে ডেকে দলের মধ্যে আনবেন। খারাপ যারা আছেন তাদেরকে বিতাড়িত করতে হবে। ৫ তারিখের পর কারা লুটপাট করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা দখলবাজি করেছে, কারা নেশার সঙ্গে জড়িত, কারা ভূমিদুস্য এদেরকে আমরা চিনি। এদেরকে বয়কট করতে হবে, এদেরকে ঘৃণা করতে হবে।

আবীর

×