
ছবি: সংগৃহীত
বিএনপি যখন ক্ষমতায় ছিলো আমরা উন্নয়ন করেছি। আর আওয়ামী লীগ দখলবাজ আর লুটপাটে ব্যস্ত ছিলো বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমি সিরাজগঞ্জবাসীর উন্নয়নে দলীয়করণ বিবেচনা করিনি। দল দেখে, মুখ দেখে কারও উপকার করিনি। আওয়ামী লীগের বিন্দু মাত্র মায়া মমতা নেই। আমাদের উন্নয়নকে অস্বীকার করে আসলে তারা জন্ম থেকেই ফ্যাসিস্ট। আওয়ামী লীগের চরিত্র সবাই জানে।'
এছাড়া, শেখ হাসিনার বিচারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না উল্লেখ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে তিনি দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে জানান। টুকু বলেন, 'শেখ হাসিনার বিচার সময়সাপেক্ষ বিষয়, এ কারণে নির্বাচন থেমে থাকতে পারে না।'
তিনি আরও বলেন, এমন কিছু করা যাবে না যাতে জুলাই আন্দোলন ব্যর্থ হয়। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশের সমালোচনাও করেন বিএনপি এই নীতিনির্ধারক।
দেশে জাতীয় ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে আসন্ন বাংলা নববর্ষ প্রসঙ্গে তিনি বলেন, 'পহেলা বৈশাখ পালন করলে ইসলাম পচে যাবে না, এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতিকে বাধাগ্রস্থ করা যাবে না।'
নাজমুল/রাকিব