ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছিল: দুলু

কালিদাস রায়, নাটোর জেলা

প্রকাশিত: ২০:৪১, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছিল: দুলু

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছিল। দেশে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের কোন পরিবেশ ছিলো না। সরকার আমার দেশসহ অনেক গণমাধ্যম জোর করে বন্ধ করেছিল। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপরে অকথ্য নির্যাতন করেছিল। মাহমুদুর রহমানসহ অনেক সাংবাদিককে আটক করে জেলে পাঠিয়েছিল। তবে অনেক সাংবাদিক আবার সরকারের দালালি করতে গিয়ে গণমাধ্যমকে ধ্বংস করেছে। যার মূল্য দিতে হয়েছে পুরো জাতিকে। শনিবার বিকেলে নাটোরের ইউনাইটেড প্রেসক্লাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন

তিনি বলেন, দেশের গণমাধ্যম ধ্বংস হলে পুরো জাতিও ধ্বংস হয়ে যাবে। বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দেয়া হবে। 

ক্লাবের সভাপতি মোঃ নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন এনডিসি রাশিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল আওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি প্রমুখ।

এর আগে বেলা ১২টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শ্রমিকদের মধ্যে ১০০ জন মৃত চালক ও চালকের সহকারীর পরিবারের মাঝে মৃত্যুকালীন সাড়ে বার হাজার টাকা করে ও বিবাহকালীন ৪০০ জনের মাঝে তিন হাজার টাকা করে প্রদান করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আবীর

×