
ছবি: সংগৃহীত
গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “যে ঐক্যে স্বৈরাচার বিদায় নিয়েছে, তাতে কোনো ফাটল ধরতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং গণতন্ত্র মানেই সুষ্ঠু নির্বাচন। তাই গণতন্ত্র সুসংহত করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্য ধরে রেখে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করব।”
আবীর