
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, "১০টা ফেরাউন ও ১০টা নমরুদকে একসাথে করা হলেও শেখ হাসিনার সমতুল্য হবে না। তিনি ১০টা ফেরাউন ও ১০টা নমরুদের চাইতেও ভয়ংকর।"
তিনি বলেন, "বাংলার মাটিতে যতদিন এনসিপির ব্যানার থাকবে, আওয়ামী লীগকে আর কখনও পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।"
তিনি আরও অভিযোগ করেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এই আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে আর কখনোই প্রবেশ করতে দেওয়া হবে না।"
হাসনাত আবদুল্লাহ বলেন, "আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, বরং যেসব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। তবে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হলে, তার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর হবে।"
তিনি আরও বলেন, "সরকার সেনাবাহিনীর নাম ব্যবহার করে ষড়যন্ত্র করছে। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। বরং আমরা বিশ্বাস করি, সেনাবাহিনী আমাদের আস্থার প্রতিদান দেবে।"
হাসনাত আবদুল্লাহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, "আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ গত দেড় দশকে যে জুলুম চালিয়েছে, তা ভুলে গেলে চলবে না। যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে আপস করে, তবে তা দেশের জনগণের সঙ্গে বেইমানি করার শামিল হবে।"
তিনি আরও বলেন, "আমরা অতীতে জনগণের রক্ষাকবচ ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।"
ভিডিও দেখুন: https://youtu.be/Sx5eDKPzxPc?si=OQ64RC8565Flz-9K