
ছবি: সংগৃহীত
২০২৪ সালে যখন আমি ভার্সেস ডামি নির্বাচন হয়, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ নির্বাচন বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।
সেনাবাহিনীর উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের অবদানও স্বীকার করি। তবে গত ১৬ বছর ধরে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, সেটি আর চলতে দেওয়া যাবে না।"
তিনি বলেন, “আগামীতে বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। কিন্তু বিগত চার দশক ধরে আমরা দেখিনি কোনো চ্যানেল পদত্যাগ করেছে, কোনো সচিব অন্যায়ের প্রতিবাদে পদত্যাগ করেছেন। এত অন্যায়, অবিচার, গুম, জনপীড়ন চলেছে—তবু কেউ প্রতিবাদ করেননি। এখন যখন আমরা গণতান্ত্রিক সংস্কারের পথে হাঁটছি, তখন বাধা সৃষ্টি করা হচ্ছে।”
হাসনাত আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ট্রানজিশনের অপেক্ষায় আছি। বিগত দেড় দশক ধরে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এই পরিবেশ ফিরিয়ে আনতে আপনারা বাধা দেবেন না। ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, কিন্তু এতদিন তা কোথায় ছিল? ডামি নির্বাচন দিয়ে দেশের জনগণকে বোকা বানানো যাবে না।”
তিনি আওয়ামী লীগের অতীত নিয়েও কটাক্ষ করে বলেন, “আপনারা আওয়ামী লীগকে এখনো চিনতে পারেননি। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছিলেন। ২০০৯ সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মধ্য দিয়ে টিকে থাকে। আগামী ১০০ বছর ধরে আমাদের সেই দায় বহন করতে হবে। যদি কেউ আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তবে তার জীবন দিয়েও সেই দায় পূরণ করতে হবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/f_9vrs18F8c?si=e8yHWJdeDmcODIj8
এম.কে.