ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া জানালেন সাইয়েদ আব্দুল্লাহ

প্রকাশিত: ১৯:৩০, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া জানালেন সাইয়েদ আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ আজ ২২ মার্চ নিজের ফেসবুক ভিডিও বার্তায় বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া নিন্দা ও নিষিদ্ধের দাবির ভিত্তিতে মন্তব্য করেছেন। তাঁর মতে, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে – মানুষের ভোটাধিকার হরণ, ছোট ছোট নির্বাচনেও ভোটের হরণ, খুন, গুম, ধর্ষণ ও আরও বিভিন্ন মানবতাবিরোধী কার্যকলাপ – সেগুলোর বিচার ধরা হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবে না।

সাইয়েদ আব্দুল্লাহ উল্লেখ করেন, "যতদিন না পর্যন্ত এসব অপরাধের বিচার নিশ্চিত হচ্ছে, ততদিন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, নৌকা প্রতীক বাতিল এবং নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করার মত পদক্ষেপ নেওয়া যেতে পারে।" এ ছাড়াও, পোলিং এজেন্ট, নির্বাচনী প্রচার ও মানুষের দ্বারেদ্বারে যাওয়া মতো কার্যকলাপও আপাতদৃষ্টিতে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়ার কথা তিনি বলেছিলেন।

তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে, সরকার কর্তৃক ডেভিল হান্ট চালু হলেও আওয়ামী লীগের অভিযোগ ভিত্তিক অপরাধগুলোকে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা প্রয়োজন। ভবিষ্যতে নতুন সরকার গঠনের পর, সকলের ঐক্যমতের ভিত্তিতে সংসদের গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সাইয়েদ আব্দুল্লাহ যুক্তি দেন, "এ ক্ষেত্রে ইন্টেরিম সরকারকে দোষ দেওয়ার কোনো উপায় নেই, কারণ সংসদের মাধ্যমে গণভোটে মানুষের সিদ্ধান্তই আসল বিষয় হবে।"

এ ঘটনায়, বিচার ও প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সহমতের প্রভাবও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আবীর

×